বালাগঞ্জে সদস্য পদে লোকনের শেষ হাসি
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৫:৪১ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে সদস্য পদে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকন মিয়া মাত্র ২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
৭নং-ওয়ার্ডে সাধারন সদস্য পদে-বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকন মিয়া হাতি প্রতিকে-৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ুম-৩০, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ সিএনজি প্রতিকে-২১, বিএনপি নেতা আব্দুল হান্নান তালা প্রতিকে-৮, মানবাধিকার কর্মী আফসার উদ্দিন ক্রিকেট ব্যাট প্রতিকে-৪ ও জালালপুর ইউনিয়নের সাবেক মেম্বার আকলাছ আলী ঘুড়ি প্রতিকে কোনো ভোট পানননি।