সংক্ষিপ্ত সফরে দেশে গেছেন ওসমানীনগরের আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০১৬, ৫:৩৭ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ওসমানীনগরের আনোয়ারুজ্জামান চৌধুরী এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে গেছেন। আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০ টায় গিয়ে পৌছবেন। জানা যায় বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ওসমানীনগর বালাগঞ্জ ও বিশ্বনাথসহ সিলেটের তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। দেশে তিনি ২০ দিন অবস্থান করে আগামী ১৩ জানুয়ারী যুক্তরাজ্যের উদ্দেশ্য দেশ ত্যাগ করবেন। তার সফরের কারন না জানা গেলেও অনুমান করা হচ্ছে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখেই তার এই সফর।