কলেজ জাতীয়করণ : গোয়ালাবাজারে আনন্দ মিছিল, তাজপুরে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৬, ৫:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে কলেজ জাতীয়করণের দাবিতে টানা দুই ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তাজপুর ডিগ্রী কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসীরা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচী পালন করেন তারা।
অন্যদিকে, উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়ায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় সাংসদকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। মিছিল শেষে এলাকাবাসী ও কলেজ কর্তৃপক্ষ একে অপরকে মিষ্টিমুখ করান।
জানা যায়, সারা দেশের প্রতিটি উপজেলায় একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের অংশ হিসেবে ওসমানীনগর উপজেলায় গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয় মন্ত্রনালয়। এমন খবর প্রকাশের পর তাজপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ‘একদফা একদাবি, তাজপুর কলেজ সরকারি’- এমন দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
সকাল সাড়ে দশটায় কলেজের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ তৈরি করেন। ২ ঘন্টা ব্যাপী অবরোধকালে মহাসড়কের দুই দিকে সহস্রাধিক যানবাহন আটকা পড়লে চরম দূর্ভোগ পোহাতে হয় দুরপাল্লার যাত্রী সাধারণসহ যানবাহন শ্রমিকদের। উপায়ান্তর না দেখে অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হতে দেখা যায়।
অবরোধের খবর পেয়ে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ কলেজ জাতীয়করণের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন। অতঃপর মহাসড়কের এ অংশে যান চলাচল স্বাভাবিক হয়।
এক সপ্তাহের মধ্যে তাজপুর ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী নিয়ে রাজপথে নামার হুমকি দিয়েছেন কলেজের শিক্ষার্থীসহ এলকাবাসী।
তাজপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ড. এস.এ মুতাকাব্বির মাসুদ বলেন, তাজপুর ডিগ্রী কলেজ এলাকার পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠান জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছে। প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এক সপ্তাহের মধ্যে কোন সিদ্ধান্ত না এলে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী এবং ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, অবরোধের খবর পেয়ে তাজপুর আমরা কলেজে যাই এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আলোচনার একপর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে আলোচনার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।