ওসমানীনগরের এনামুল হকের মনোনয়ন বাতিল
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৬, ১১:১২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানী নগরের সৈয়দ এনামুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে । তিনি ৮নং ওয়ার্ড থেকে সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তবে কি কারনে বাতিল করা হয়েছে জানা যায়নি।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৫ টি ওয়ার্ডে ১’শ ১৯ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে শনিবার যাচাই-বাছাই শেষে ২০ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়। তবে বাতিল হওয়া প্রার্থীরা সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরাবর আগামী ৫ ও ৬ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন।