ওসমানীনগরে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৬, ৭:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ মিয়ানমার মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
ওসমানীনগর উপজেলা তালামীযের আহবায়ক হাফিজ আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফিকুর রহমান শাফির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, তালামীযের কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, ওসমানীনগর উপজেলা আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সাংবাদিক আবুল কালাম আজাদ,তালামীয নেতা হাফিজ তৌরিছ আলী, জুবায়ের আহমদ রাজু, সুলতান আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মতিন গজনভী, মাওলানা আপ্তাব উদ্দিন, মৌলভীবাজার জেলা তালামীয নেতা গৌছুজ্জামন, মাওলানা মাজহারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, মায়ানমার মুসলমানদরে গণহত্যা, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে। এ ব্যাপারে সরকারকে জাতিসংঘের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়।