ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৬, ৯:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের ওসমানীনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের নিজাম উদ্দিন (২৬) নিহত হয়েছেন। তিনি উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির মশাখলা গ্রামের মৃত বারিক উল্যার ছেলে। বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির সীমানা সংক্রান্ত জেরে নিজামের সাথে তার পাশ্ববর্তী বাড়ির ওয়াসীম ও নুরুজদের কথাকাটির একপর্যায়ে মারামারি হয়।। এসময় প্রতিপক্ষের আঘাতে নিজাম আহত হন। ঐদিন গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।