খাদিজাকে নিয়ে গান গাইলেন পাওয়ার ভয়েস সজল
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ২:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতকের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর বর্বব হামলার প্রতিবাদস্বরূপ এবার তাকে নিয়ে গান লিখলেন গীতিকার তারেক আনন্দ। ‘সং অফ খাদিজা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস ওয়ান সংগীতশিল্পী সজল।
গানটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার রাতে প্রকাশ হয়েছে। গানটির সুর করেছেন সজীব দাশ ও সজল। সংগীত পরিচালনা করেছেন সজীব দাশ।
গান প্রসঙ্গে সজল বলেন, খাদিজার ওপর হামলার ঘটনা আমাকে মর্মাহত করেছে। একজন মানুষ কীভাবে আরেকজন মানুষকে নির্মমভাবে আঘাত করতে পারে। ঘটনার পরদিনই আমি লিরিক হাতে পাই। সেই রাতেই সুর করি। আমরা এটাকে শুধু গান বলবো না, এটা আমাদের প্রতিবাদ।
সজীব দাশ বলেন, অনেক গানের সুর সংগীত করেছি। এই গানটি করতে গিয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। বারবার চোখের সামনে সেই নির্মম আঘাতের ঘটনাই ভেসে উঠছিল। এটা সারাদেশের মানুষের সাথে আমাদের গানের মাধ্যমে প্রতিবাদ।
তারেক আনন্দ বলেন, বিবেকের তাড়নায় এবং দায়বদ্ধতার কারণে গানটি লেখা। শুধু খাদিজাই নয়, এরকম অনেক ঘটনাই সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। খাদিজাকে সামনে রেখে সকল ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গানটি লেখা। গানের কথায় প্রতিবাদের ভাষা তুলে আনার ক্ষুদ্র চেষ্টা মাত্র।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে।