বিশ্বনাথের গিতা রানী দাশ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ১:০০ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ বিশ্বনাথের গিতা রানী দাশ আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য প্রার্থী। বিশ্বনাথ,বালাগঞ্জ,ওসমানীনগর এই তিন উপজেলার ৭,৮,৯ নং ওর্য়াড নিয়ে গঠিত সিলেট জেলা পরিষদ ৩নং ওর্য়াড থেকে সদস্য প্রার্থী এই নারী নেত্রী । রামপাশা ইউপির সাবেক সদস্য ও বিআরডিবি (পজিপ) বিশ্বনাথের সাবেক চেয়ারম্যান গিতা রানী দাশ নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করেছেন।
তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা নিয়ে আমি ইউপি সদস্য নির্বাচিত হয়েছি, সবার সুখে দু:খে পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতে ও আমার এলাকার মানুষের হয়ে কাজ করতে চাই। তাই সবার দোয়া আশীর্বাদ কামনা করি।