রেলওয়েতে চাকরী দেয়া হবে ১০৩৮ জনকে
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৬, ১১:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
গেটকিপার পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। পদটিতে অস্থায়ীভাবে ১০৩৮ জনকে নিয়োগ দেয়া হবে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে পদটিতে। আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
যোগ্যতা:
মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৮ ডিসেম্বর, ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা, এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন ও ভাতা:
নিয়োগপ্রাপ্তদের ঢাকা মেট্রোপলিটন এলাকায় বেতন ১৫ হাজার ৫০০ টাকা এবং সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বেতন ১৪ হাজার ৯৫০ টাকা দেয়া হবে। এ ছাড়া অন্যান্য এলাকায় বেতন দেয়া হবে ১৪ হাজার ৪৫০ টাকা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম, বিজ্ঞাপনে উল্লেখিত কাগজ ও ৫০ টাকা পরীক্ষা ফিসহ আবেদন করতে পারবেন ‘চিফ পার্সোনাল অফিসার, পূর্ব বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী’ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর, ২০১৬।