ওসমানীনগরে কলেজ ছাত্রী নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৬, ১০:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে মুক্তা রানী নাথ (১৭) নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ মুক্তা উপজেলার সাদীপুর ইউপির বেগমপুর গ্রামের গিরিশ চন্দ্র নাথের মেয়ে ও গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্রী।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুক্তা বাড়ি থেকে কলেজের উদ্যেশে বের হবার পর নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজের বড় ভাই পংকজ দেব নাথ বাদী হয়ে শুক্রবার দুপুরে ওসমানীনগর থানায় একটি(সাধারণ ডায়েরী নং-২১৫) দায়ের করেন।
নিখোঁজ মুক্তার ভাই পংকজ জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো মুক্তা কলেজের উদ্যেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে পিরে যায়নি। আত্নীয় স্বজন সহ সম্বাব্য সকল স্থানে খোঁজা খোজি করে তাকে না পেয়ে শুক্রবার ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।