বিশ্বনাথ থানা পুলিশের সাথে শফিক চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৬, ৯:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বুধবার বিকেলে বিশ্বনাথ থানা পুলিশের সাথে মতবিনিময় করেছেন। বুধবার থানা কমপাউন্ডে সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান’র সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ‘বিশ্বনাথ ও সিলেট সদর উপজেলাবাসী’র সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের প্রতি সমবেদনাজ্ঞাপন করেন। পাশাপাশি সংঘর্ষ থামাতে পুলিশের ভ‚মিকার প্রশংসাও করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আখতারুজ্জামান, সুজ্ঞান চাকমা, সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম (দক্ষিণ সার্কেল), ধীরেন বসু (উত্তর সার্কেল), বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, মগলগাঁও ইউপি চেয়ারম্যান ইরন মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহনুর হোসাইন, আওয়ামী লীগ নেতা গোলাম আহমদ, আবুল খয়ের লালা মিয়া, আবদুল মতিন, নূরুল ইসলাম, শাখাওয়াত হোসেন, আবুল কালাম ফনিক, দৌলতপুর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান-১ আকবর আলী মেম্বার, লামাকাজী ইউপি মেম্বার ফয়ছল আহমদ, যুবলীগ নেতা আবদুল হক, তাজুল ইসলাম, লিটন মিয়া, রফিক মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, বদরুল ইসলাম মহসিন, জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, ছাত্রলীগ নেতা শাহ সুজা, মিয়াদ আহমদ প্রমুখ।