ওসমানীনগরে ২ সন্তান হত্যাকারী পিতা ছাতির আলীকে আদালতে নেয়া হয়েছে
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৬, ২:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের ওসমানীনগরে দুই সন্তান হত্যাকারী পিতা ছাতির আলীকে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে তাকে সিলেট চিফ জুডিশিয়াল আদালত ভবনে কোর্ট পুলিশ পরিদর্শকের কক্ষে হাজির করে পুলিশ।
আদালতে ১৪৪ ধারায় তার জবানবন্দি দেয়ার কথা রয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে গতকাল বুধবার সকালে ওসমানীনগরে চিন্তামনি গ্রামে ঘটনাস্থলের অদূরে একটি কালিবাড়ির জঙ্গল থেকে ছাতির আলীকে আটক করে পুলিশ। গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাতির আলী নিজে হত্যাকান্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
উল্লেখ্য, গত সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে সিলেটের ওসমানী নগর উপজেলার চিন্তামইন গ্রামের একটি হাওর থেকে মামুন মিয়া (৮) ও রুজেল মিয়া (১১) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন থেকেই পলাতক ছিলেন তাদের বাবা ছাতির আলী। ওইদিন বিকেলে মাছধরার কথা বলে বাড়ির পাশের একটি ডোবায় নিয়ে নিজের দুই শিশু সন্তানকে পিটিয়ে হত্যা করেন ছাতির আলী।