শাহজালালে নেতা কর্মীর ভালোবাসায় সিক্ত সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৬, ১:৪০ পূর্বাহ্ণ
জামিল আহমেদ সাহেদ ফ্রান্স থেকেঃ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি শ্রী অনিল দাশ গুপ্তের আগমনে ঢাকায় সরব হয়ে উঠেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।শত শত কর্মীর অধীর অপেক্ষার পর নেতা এলেন সুদূর জার্মানী থেকে। স্লোগানে স্লোগানে মুখোরিত হলো বিমান বন্দর এলাকা। আবেগে আপ্লুত সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত।এক অভুত পূর্ণ দৃশ্য, এ যেন নেতা কর্মীর এক মিলন মেলা। মনে হচ্ছিলো ২০১৬সালের বাংলাদেশ আওয়ামী লীগ এর সম্মেলন এর এক অভুত উৎসব। সকলের মুখে দাদা আপনি কেমন আছেন,সবার প্রিয় এই নেতা সর্ব স্তরের নেতা কর্মীর সাথে কুশল বিনিময় করেন।এই সম্মানিত নেতাকে বিমান বন্দরে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব সুলতান মোহাম্মদ শরীফ ,সাধারণ সম্পাদক জনাব সৈয়দ ফারুক ,যুগ্ন সম্পাদক তারুণ্যের অহংকার,আনোয়ারুজ্জামান চৌধুরী,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সহ সভাপতি জনাব আব্দুল্লাহ আল বাকি,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর যুগ্ন সম্পাদক ইউরোপ ও বাংলাদেশে সকলের পরিচিত মুখ জনাব শামীম হক,জার্মান আওয়ামী লীগ এর সভাপতি জনাব বশিরুল ইসলাম সাবু ,সাধারণ সম্পাদক বাদল রহমান ,বেলজিয়াম আওয়ামী লীগ এর সভাপতি জনাব বজলুর রহমান ভুলু ,সাধারণ সম্পাদক জনাব পলিন মনির ,যুগ্ন সম্পাদক আব্দুস সালাম,ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি মহসিন উদ্দিন খান লিটন ,সাধারণ সম্পাদক জনাব দিলওয়ার হোসেন কয়েস,মিসেস বাকি আব্দুল্লাহ।ইতালি আওয়ামী লীগ এর সভাপতি জনাব ইদ্রিস ফরাজী, সহ সভাপতি জনাব জাহাঙ্গীর ফরাজী ,ডেন্মার্ক্ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান সহ গ্রীস ,হল্যান্ড ,স্পেন,পর্তুগাল,সুইডেন ,আয়ারল্যান্ড ,নরওয়ে ,ফিনল্যাণ্ড থেকে আগত শত শত নেতা কর্মী। বিমান বন্দর থেকে সরাসরি বিশাল মোটর শোভাযাত্ৰা সহ সম্মেলন স্থল সরোয়ার্দী উদ্যান পরিদর্শন করেন ইউরোপ আওয়ামী লীগ এর কিংবদন্তি এই নেতা শ্রী অনিল দাশ। পরে ধানমন্ডি আওয়ামী লীগ অফিস এ সম্মেলনের বিশদ খবরা খবর নিয়ে নিজ বাসস্থলে গমন করেন। সেখানেও ছিল কর্মীর ঢল। আজ দিনটিই ছিল যেন ইউরোপিয়ান আওয়ামী লীগ এর।