সংক্ষিপ্ত সফরে দেশে আসলেন আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৬, ১২:১২ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিতে দেশে এসেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ওসমানীনগরের কৃতি সন্তান আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে তাকে ওসমানীনগর সহ সিলেটের বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান করেন।
বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য থেকে বিমানবন্দরে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা পরিষদের হল রুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান । সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্মা সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড. রনজিত সরকার, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খাঁন মুক্তি, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল মতিন, সদস্য মকসুদ আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মজম্মীল আলী, সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, ফিরোজ আলী, বশির মিয়া, জেলা যুবলীগ নেতা মোবাশ্বীর আলী, সিতার মিয়া, রেজাউল ইসলাম রেজা, শাহিন আহমদ, তোফায়েল আহমদ, সাজলু লস্কর, ওলিউর রহমান, শেখ আবুল হাসনাত বুলবুল, মাসুদ কামাল সুফি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক শহীদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক মুহিবুর রহমান মুহিব, ফয়েজ আমিন রাসেল, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, আইন সম্পাদক বিপ্লব কান্তি দাস, বাপ্পী আহমদ, ছায়েম আহমদ, এড. টিপু, মনিরুল হক পিনু, ফখরুল ইসলাম, নাদেল আহমদ, জগিনুর আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।