অগ্নি বিনা সমাজ কল্যান সমিতির উদ্যোগে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:১৩:৫২,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে মরহুম আমিনুজ্জামান নাহার মিয়া স্বরনে ও নিজাম উদ্দিন প্রদত্ত অগ্নি বিনা প্রাথমিক বৃত্তি ২০১৬ ও মরহুম আব্দুল উয়াহাব চৌধুরী স্বরনে সাদ চৌধুরী প্রদত্ত অগ্নি-বিনা জুনিয়র বৃত্তি ২০১৬ সালের পরিক্ষা গত বুধবার থেকে শুরু হয়েছে।পরিক্ষাটি উপজেলার খাদিমপুর নছিব উল্যা বহুমুখি উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়। পরিক্ষা চলাকালিন সময়ে পরিক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন অগ্নি বিনা ও সমাজ কল্যান সমিতির সভাপতি সুহাদ আহমদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র সদস্য আব্দুস সাত্তার, আব্দুল হাকিম, শামিম আহমদ, কাঞ্চন শিকদার, ইছাক আলী, সুমি আক্তার, পারবেজ আহমদ, সুহেল আহমদ, জাবেদ আলী, ইসমাইল আলী, রুনেল আহমদ, মায়নূল ইসলাম, নাজমুল ইসলাম, ফয়সল আলী, মেজেল আহমদ, বাদশা মিয়া, জনি মিয়া, এমরান আহমদ, প্রমুখ। ১৪ তম অগ্নি বিনা ও সমাজ কল্যান সমিতির উদ্যোগে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় পরিক্ষায় প্রাথমিকের ১৫টি বিদ্যালয় ও মাধ্যমিক ৮টি বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেছে।