খাদিজার উপর হামলাকারী বদরুলের ফাঁসির দাবিতে ওসমানীনগরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৬, ৪:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর ছাত্রলীগ নেতা বদরুলের ফাঁসির দাবি করেছেন ওসমানীনগরের বৃহত্তর বেগমপুর বিএনপি, অঙ্গ-সংগঠন এবং ফ্রেন্ডস গ্রুপের নেতৃবৃন্দ।
গতকাল রোববার বিকেলে স্থানীয় বেগমপুর চৌমুহনীতে এ মানববন্ধনে অংশ নেন কমপক্ষে ১০ গ্রামের মানুষ। মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ সারা দেশে গুম খুনসহ সন্ত্রাসী হামলার রাজনীতি শুরু করেছে। আওয়ামীলীগের এই রাজনীতি ধারায় সারা দেশে আজ খাদিজার মতো শত শত মেয়েরা সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, নিজেদের লালিত এসব সন্ত্রাসী কর্মকান্ডের হোতাদের ব্যাপারে বকর্তমান সরকার বিচারের নামে প্রহসন করে যাচ্ছে। ফলে বদরুলের মতো ঘাতকরা দিন-দুপুরে প্রকাশ্যে খুনসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
বেগমপুর বাজার কমিটির সভাপতি মোহাম্মদ রেজন আহমদ‘র সভাপতিত্বে উপজেলা বিএনপি নেতা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বাছিদ মাবরুরের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া, উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক আলী আছকর ফয়েজ, পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাদিপুর ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক আব্দুর রব, সাদিপুর ইউনিয়নের ইউপি সদস্য মাহমদ আলী, রঞ্জু মেস্বার, পৈলনপুর ইউনিয়ন বিএনপি নেতা মোয়াজ্জিম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পৈলন পুর ইউপি যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা ইউপি সদস্য আলেয়া বেগম, সাবেক মেম্বার সেলিম মিয়া, এমডি আজাদ, আবুবক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, যুগ্ন আহবায়ক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান।
মানববন্ধনে ছাত্রদল ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী সফি, রমজান আলী, ছাত্রদল নেতা ইমরান, সুহেল, মাহবুবুর রহমান রুমন, ফ্রেন্ডস গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ও ছাত্রনেতা কাজী শওকত, খাইরুল ইসলাম, আবু বক্কর, আব্দুল হামিদ সুমন, এমরান হামিদ, জুবায়ের আহমদ ফাইম, বদরুল ইসলাম, মাসুদ মিয়া, ফয়সল আহমদ, এমসি কলেজ ছাত্র নেতা মিফতাহুজ্জামান তারেক, তাজপুর কলেজ ছাত্র দলের অন্যতম নেতা ওয়েছ আহমদ, রাজু আহমদ, মাসুদ আহমদ, তুফায়েল, সুফিয়ান, জুনেদ আহমদ, রস্কি, মইনউদ্দিন, আহিয়ান, আব্দুল মুক্তাদির, মুজ্জামিল, জায়েদ, জাহাঙ্গির, ফয়সল, জাবেদ, আব্দুল মুমিন, লাল মিয়া, সুহেল আহমদ, রামেদ খান,লাল মিয়া, সুলতান, মশাইদ আলী, সৈয়দ নাছির, আলম প্রমুখ।
মানববন্ধনে সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবি জানানো হয়। বক্তারা বলেন, বালাগঞ্জ ও বিশ্বনাথের মানুষের প্রাণের স্পন্দন এম ইলিয়াস আলী। তাকে গুম নামক কারাগার থেকে বের করে আনতে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারন মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।