ফেসবুকে ছাত্রলীগ নিয়ে কটুক্তি, ওসমানীনগর থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৬, ১:২৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ফেসবুকে ছাত্রলীগ নিয়ে কটুক্তি করে পোস্ট দেয়ায় অভিযোগে সিলেটের ওসমানী নগর থানায় সাধারণ ডায়রী করেছেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা। গত বৃহস্পতিবার রাতে ওসমানীনগর থানায় এ (সাধারণ ডায়রী নং-৩১৮) করা হয়।
ডায়রিতে তাজপুর কলেজ ছাত্রলীগ নেতা সেলিম আহমদ অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলার পাঁচ পাড়া গ্রামের হাবিব চৌধুরী নামের এক ব্যক্তি ছাত্রলীগকে নিয়ে, কটুক্তি করে পোস্ট করেন।
ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আ’লীগ সদস্য আবদাল মিয়া বলেন, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কে নিয়ে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাত্রলীগের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রী করা হয়।