স্লোগান দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ৩:১০ অপরাহ্ণ
সুরমানিউজ ডেস্ক:
স্লোগান দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসীন কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার চট্রগ্রামের মেয়র আ. জ. ম নাছির গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে স্লোগান দেয়। এর সূত্র ধরে রোববার সাবেক মেয়র মহিউদ্দিনের অনুসারী গ্রুপ ক্যাম্পাসে শোডাউন করলে প্রথমে দু’পক্ষে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় ও উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে দু’গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নূরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।