বিশ্বনাথের ঐতিহ্যবাহী পরিবারের ৫ আলোকিত ব্যক্তিত্ব
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের হাতেগোনা যে কয়টি পরিবারের সদস্যরা প্রতিভা ও যোগ্যতায় দেশে ও বিদেশে কর্মক্ষেত্রে সম্মানজনক পদে বিচরণ করছেন , তার মধ্যে বিশ্বনাথের ঐতিহ্যবাহী মৌলভী ইব্রাহিম আলীর পরিবার অন্যতম ।
মৌলভী ইব্রাহিম আলী ছিলেন সিলেটের খ্যাতিমান একজন শিক্ষাবিদ । তিনি যেমন সিলেট সরকারী মহিলা কলেজ সহ অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টানে শিক্ষকতা করেছেন ঠিক তেমনী বর্তমান অর্থমন্ত্রী সহ দেশের অনেক খ্যাতিমান ব্যক্তিরাও তার ছাত্র ছিলেন । শুধু কি তাই ? বিশ্বনাথের এই কীর্তিমান ব্যক্তিত্বের ইংরেজী সহ ৫ টি ভাষার উপর অপরিসীম জ্ঞান ছিল । আজ এই বিষয়ে ব্যাপক আলোচনা করা আমার উদ্দেশ্য নয় । আজকের এই ছবিতে মৌলভী ইব্রাহিম আলীর পরিবারের ৫ বিশিষ্ট ব্যক্তির পরিচয় তুলে ধরাই আমার মূল লক্ষ্য । নিজে নিজ কর্মক্ষেত্রে তারা আজ স্বনামেই পরিচিত। ছবির বামদিক থেকে ১ম মৌলভী ইব্রাহিম আলীর ২য় পুত্র কাষ্টমসের সাবেক জয়েন্ট কালেক্টর মরহুম অহিদ-উন-নুর এর ৩য় পুত্র আমেরিকায় কর্মরত প্রকৌশলী ড. নাজমুস সাকিব , বামদিক থেকে ২য় তার একই পুত্রের ২য় পুত্র জাতিসংঘের লিগ্যাল কনসালটেন্ট হিসেবে হংকং এ কর্মরত ড. মহিউস সুন্নাহ , ছবির মধ্যখানে মৌলভী ইব্রাহিম আলীর ২য় কন্যা মরহুমা ময়মনা খাতুনের ১ম পুত্র বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ শিবলী খান । ছবির ডানদিক থেকে ১ম মৌলভী ইব্রাহিম আলীর ৫ম পুত্র বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফয়েজ-উন-নুর এর ১ম পুত্র বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেদওয়ানুল করিম এবং ছবির ডানদিক থেকে ২য় মৌলভী ইব্রাহিম আলীর কনিষ্ঠ পুত্র সিলেট প্রেসক্লাব এর ৬ বারের নির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নুর ।