সিলেট ছাত্রদলে বিশ্বনাথের ১৪ নেতা
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২:৪৩ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি:
জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা কমিটিতে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের বেশ কয়েকজন ছাত্রনেতা স্থান করে নিয়েছেন। ত্যাগী, পরিশ্রমী, মেধাবী, যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাটিতে ওই সব নেতাদের পদ-পদবী দেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছেন এমন নেতাদের জেলা কমিটিতে মূল্যায়ন করা হয় বলে জানিয়েছেন নেতারা। সিলেট জেলা ছাত্রদলের কমিটিতে বিশ্বনাথের ১৪ জন ছাত্রনেতাকে রাখা হয়েছে।
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যেসব নেতা সিলেট জেলা ছাত্রদলের পদ-পদবী পেয়েছেন তারা হলেন সহ-সভাপতি তছির আলী, যুগ্ম-সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. ডালিম, আব্দুর রহমান খালেদ, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক শামছুদ্দিন, সহ-মুক্তিযোদ্ধা ও গভেষনা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সাজু, সদস্য তারেক আহমদ খজির, সাহেল সামাদ, মামুন চৌধুরী, রিপন আহমদ, আনোয়ার পারভেজ রিপন। এছাড়া মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হিসেবে রয়েছেন ইমামউদ্দিন ইমাম, সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তামিম ও সহ-প্রচার সম্পাদক ঝলক আচার্য্য।