ওসমানীনগরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু, পাচ্ছে ২হাজার ৭২৩ পরিবার
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১:৪০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগর উপজেলায় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে ১০ টাকা দরে চাল বিক্রি শনিবার থেকে শুরু হয়েছে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় ওসমানীনগরের ১০ টাকা কেজি দরে ৩০কেজি হারে চাল ক্রয় করতে পারছেন ২৭২৩টি পরিবার। উপজেলার ৮টি ইউপিতে ৮জন ডিলার রেশন কার্ডের মাধ্যমে চাল বিক্রি করছেন।
শনিবার আনুষ্ঠানিক ভাবে গোয়ালাবাজার, তাজপুর ও উমরপুর ইউনিয়নে সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার উমরপুর ইউপি ৩শ’ ২৭টি, সাদীপুর ইউপি ৪শ’ ২৪টি, পশ্চিম পৈলনপুর ইউপি ১শ’ ৯০টি, বুরুঙ্গা ইউপি ২শ’ ৩৩টি, গোয়ালাবাজার ইউপি ৩শ’ ৪০টি, তাজপুর ইউপি ৩শ’ ৯২টি, দয়ামীর ইউপি ৪শ’ ২৩টি ও উছমানপুর ইউপিতে ৩শ’ ৯৪টি রেশন কার্ডসহ মোট ২৭২৩টি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডপ্রাপ্ত ২৭২৩টি সুবিধাভোগী পরিবার সংশ্লিষ্ট ইউপির নির্ধারিত ডিলারে নিকট থেকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এতে দরিদ্র সুবিধা ভোগীদের অনেক উপকার হবে।