ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শফিক চৌধুরীর সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ৯:২৬ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি প্রেসক্লাবের বিভিন্ন ধরণের অনুদান প্রদান করেন। মতবিনিময়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভয়ভীতির উর্ধ্বে সাহসের সাথে সংবাদ পরিবেশন করবেন। সাদাকে সাদা কালোকে কালো বলবেন। আমিও যদি কোন আইন বিরোধী কাজে লিপ্ত থাকি তাহলে আমার বিরুদ্ধেও সংবাদ লিখবেন। পাশাপাশি ৭১সালে যারা দেশবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল এদের বিরুদ্ধে আপনারা কলম ধরুন।
এ সময় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামীলীগ নেতা তফজ্জুল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মিলন, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম, যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মখলিছ আলী ও ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমূখ। মতবিনিময় সভায় ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু একটি কনফারেন্স টেবিল, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক একটি কম্পিউটার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মিলন একটি অফিস টেবিল ও প্রবাসী মখলিছ আলী চারটি অফিস চেয়ার, প্রদানের প্রতিশ্রতি ব্যক্ত করেন এবং সমাজ সেবী শাহ মো: শামীম আশরাফ, আব্দুন নুর ও শিক্ষক হাবীব চৌধুরী উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হওয়ার প্রতিশ্রতি প্রদান করেন।