সরকারই ইলিয়াস আলীকে গুম করে রেখেছে : শাহজাহান
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ৭:৪৭ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতাঃ সরকার গণমানুষের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। সরকারকেই আমাদের প্রিয় নেতাকে ফিরিয়ে দিতে হবে। আর না দিতে পারলে সরকারকে একদিন এর খেসারত দিতে হবে। ইলিয়াস নিখোঁজ ইস্যু থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই মিথ্যা মামলায় আদালতে দৌড়াচ্ছেন। বিএনপিকে সাংগটনিক ভাবে শক্তিশালী করলে আমরা আর কারো দয়ার দিকে তাকিয়ে থাকতে হবেনা । বিএনপির নেতৃত্বেই মানুষ এই সরকারকে উৎখাত করবে এবং ইলিয়াস আলীকেও উদ্ধার করতে সক্ষম হবে। বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আজ শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার রামধানায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর মা-সূর্যবান বিবির সঙ্গে দেখা করতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিছতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামান, সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান নেছার, আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিমুর রহমান মৌসুম প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।