শায়খ গলমুকাপনীর অবস্থা অপরিবর্তিত : শুক্রবার সিলেটের সকল মসজিদে দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৬, ৫:৫০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ চিকিৎসাধীন শায়খে গল্মুকাপনীর অবস্থা অপরিবর্তিত রয়েছে । এ খবরে দেশ বিদেশে তার হাজার হাজার ভক্ত মুরিদানগন চরম উদ্বিগ্ন হয়ে পরেছেন। দেশের প্রখ্যাত প্রবীণ এই আলেমের রোগ্মুক্তিতে মসজিদে মসজিদে দোয়া অব্যাহত রয়েছে । আগামী শুক্রবার সিলেটের সব মসজিদ্গুলোতে দোয়া কামনা করা হয়েছে। গত শুক্রবার বিকালে হযরত শায়খে গলমুকাপনীকে কানের ইনফেকশন জ্বর ও ডাইবেটিক্সের কারনে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয় ।
টানা চার দিন ধরে সিলেটের সকল বিশেষজ্ঞ ডাক্তাররা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সাড়িয়ে তুলতে। হুজুরের পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল ডাক্তাররা তার বিভিন্ন টেস্ট নেন আজ রিপোর্ট পাওয়ার পরই বোর্ড গঠন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীন আলেমের অসুস্থতার খবর জানার পর থেকেই দেশ বিদেশে অবস্থানরত তার অগনিত ভক্ত মুরিদানগন উদ্বিগ্ন রয়েছেন। তার রোগমুক্তির জন্য সবার নিকট দোয়া কামনা করা হয়েছে।