উসমানপুরের সকল শান্তিপূর্ণ আন্দোলনে সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের ঐক্যমত
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৬, ৮:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ জেলা পরিষদ নির্বাচন অনুষ্টানের লক্ষ্যে উসমানপুর ইউনিয়নকে বালাগঞ্জের সাথে সম্পৃক্ত করার প্রতিবাদে ৮ ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ তাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী।
ক্ষোভ আর নিন্দা জানিয়ে তারা উসমানপুরবাসীর সকল শান্তিপুর্ণ আন্দোলনে একাত্মতা ঘোষনা করেন, উপস্থিত ছিলেন, সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব,গোয়ালা বাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক,উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ,দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ,বর্তমান চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন,বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুল খালেক লটই,পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান এমএ মতিন গেদাই,উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারগন।
মতবিনিময় সভায় চেয়ারম্যানবৃন্ধ ক্ষোভ প্রকাশ করে বলেন,আট ইউনিয়নের জনসাধারনের বলিষ্ট ভুমিকায় ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন হয়েছে। উসমানপুরের অনেক নেতাকর্মীর অবদান এই ওসমানীনগর উপজেলা।
যে মুহুর্তে উপজেলা বাস্তবায়ন করা হয়েছে,সেই মুহুর্তে উসমানপুর ইউনিয়নের জনপ্রতিনিধি সহ জনসাধারনের অধিকার ক্ষুন্ন করা হয়েছে। তারা বলেন, আমরা এক সাথে আট ইউনিয়ন নির্বাচন করেছি,জেলা পরিষদ নির্বাচনেও আমরা একই উপজেলায় থেকে নির্বাচনে অংশগ্রহন করবো। এর জন্য উসমানপুর ইউনিয়বাসী যে নৈতিক ও শান্তিপূর্ন আন্দোলন করবে তাতে আমাদের বাকি সাত ইউনিয়নের সমর্থন থাকবে। আগামী কাল রাতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করার পরামর্শ শীর্ষক সভা অনুষ্টিত হবে। উসমানপুর ইউনিয়নের পক্ষে সৈয়ীদ আহমদ বলেন,আমাদের দাবী বাস্তবায়ন না হলে জেলা পরিষদ নির্বাচনে কেউ অংশগ্রহন করবেনা এবং ভোট প্রদান করবেনা।