ইমাম হত্যা : জড়িত সন্দেহে মুদি দোকানদার আটক
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ৪:৫৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ওসমানীনগরের আলোচিত ইমাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবদুল করিম (৬৫) সাদীপুর ইউনিয়নের দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) গ্রামের মৃত আজমান উল্লার ছেলে। তিনি ওই মসজিদের পাশে একটি মুদির দোকানের মালিক। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার গ্রেফতারকৃত আবদুল করিমকে ইমাম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও ইমাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে থানা পুলিশ বলছে শীগ্রই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রকৃত রহস্য উদঘাটন বের করা সম্ভব হবে।