রাজধানীতে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান : এক জঙ্গি নিহত, ৫ পুলিশ জখম
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তিন নারী ‘জঙ্গিকে’ আটক করেছে পুলিশ। এ ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিটের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রাত পৌনে আটটার দিকে এ অভিযান চালানো হয়। ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দিন কোরেশি উপস্থিত সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে একজন যুবক নিহত হয়েছে। অভিযানে আটজন আহত হয়েছে। এর মধ্যে পাঁচজন পুলিশ সদস্য। বাকি তিনজন নারী জঙ্গি। নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার শেখ মো. মারুফ হাসান জানান গোপন সংবাদেও ভিত্ততে আমরা এখানে অভিযান চালাই। লালবাগ থানাধীন পিলখানা রোডের ২ নম্বর রোড সংলগ্ন ২০৯/৫ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। ওই সময় ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে রাস্তায় থাকা পাঁচজন পুলিশ সদস্য আহত হন। তিন নারীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ছয় তলা বাড়ির দুতলায় ওই জঙ্গি আস্তানাটি ছিল। ভবনের নিচ তলায় মার্কেট। এক পাশে একটি মাদ্রাসা।