সিলেটে গরুর হাট দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১:৩৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর মেন্দিবাগে কয়েদির মাঠের গরুর হাট দখল নিয়ে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায় নি।
গরুবাহি একটি ট্রাক থামানো নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষকালে দু’পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরষ্পরের উপর হামলা চালায়। পরে রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাটের ইজারাদার সিরাজুল ইসলাম শামীম অভিযোগ করেছেন, স্থানীয় ফাঁড়ি পুলিশের সহযোগীতায় সরকারদলীয় অনুসারী একটি চক্র এই হামলা চালায়।
জানা যায়, সিটি করপোরেশেনর ইজারা দেওয়া এই হাট নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিলো। প্রায় সাড়ে ২৬ লাখ টাকায় কয়েদির মাঠের হাট ইজারা নেন সিরাজুল ইসলাম শামীম। তবে ইজারা নেওয়ার আগেই স্থানীয় কাউন্সিলর ও সরকারদলীয় নেতাদের একটি অংশ এই হাটটি দখল করে রাখে।
ইজারাদার শামীমের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর মুসতাক আহমদ, মামা খন্দকার, যুবলীগ নেতা শামীম ইকবাল, বাবলুসহ বেশ কয়েকজন এই দখলদারদের নেতৃত্ব দিচ্ছেন।
হাটের দখল বুঝে না পাওয়ায় বুধবার ক্ষতিপুরণ চেয়ে সিলেট সিটি করপোরেশনের কাছে আবেদন করেন সিরাজুল ইসলাম শামীম। এরপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহেযাগীতায় সিটি করপোরেশন কর্তৃপক্ষকে কয়েদির মাঠে অভিযান চালিয়ে দখলদারদের তাড়িয়ে দেওয়ার চেষ্ঠা চালায়।
ইজারাদার সিরাজুল ইসলাম শামীমের অভিযোগ, সিটি করপোরেশেনের অভিযানে ক্ষুব্ত হয়েই দখলদাররা রাতে হামলা চালায়।
রাতের সংঘর্ষের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১ টার দিকে শাহজালাল সেতু হয়ে একটি গরুবাহী ট্রাক নগরীতে প্রবেশ করে। এসময় অবৈধ দখলদাররা ট্রাকটি গার্ডেন টাওয়ারের সামনে আটকিয়ে জোরপূর্বক গরু নামানোর চেষ্ঠা করেন। এতে ইজারাদার শামীমের লোকজন বাঁধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। এতে কমপক্ষে ৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সোবহানী ঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই কিবরিয়া জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইজারাদারদের হটিয়ে হাট দখল করে নেওয়া প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, কয়েদির হাট নিয়ে কিছু ঝামেলা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।