মির কাসেমের ফাঁসি আজ রাতেই !
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ৪:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি
হয়ত এটাই জীবিত অবস্থায় শেষ দেখা। মানবতাবিরোধী যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মির কাসেম আলির সঙ্গে দেখা করতে গেলেন তাঁর পরিবারের সদস্যরা। একটু আগেই ঢাকার কাছে কাশিমপুর কারাগারে পৌঁছে গেছেন প্রায় ৪৫ জন আত্মীয়পরিজন।
কাশিমপুর কারাগারের চারপাশে এবং বিশেষ করে কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে গত ক’দিন ধরেই। ইউনিফর্মে এবং সাদাপোশাকে রয়েছেন পুলিশ ও গোয়েন্দারা। কারা ফটকে তল্লাশিও এখন অনেক জোরদার। ঢাকার কাছেই গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর ৪০ নম্বর কনডেম সেলে আছেন চট্টগ্রামের জল্লাদ নামে পরিচিত মির কাসেম। কারা দফতরের এক উচ্চপদস্থা কর্মকর্তা গতকালই সংবাদ মাধ্যমকে জানান, মির কাসেমের ফাঁসি কার্যকর করার প্রস্তুতি তাঁরা নিতে শুরু করে দিয়েছেন। অনুমান করা হচ্ছে, কাশিমপুর কারাগারে আজই তাঁর ফাঁসির নির্দেশ কার্যকর হয়ে যাবে।
গত মঙ্গলবার মির কাসেম আলির মৃত্যুদণ্ড খারিজের আবেদন নাকচ করে দিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আপিল বিভাগ। এর পর নিজের দোষ কবুল করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগটুকুই ছিল কাসেমের। কিন্তু গতকাল তিনি জানিয়ে দেন প্রাণভিক্ষার আবেদন করবেন না। ফলে এই মুহূর্তে তিনি চরম দণ্ডের অপেক্ষায়।সূত্র- আনন্দবাজার।