বাহুবলে ট্রাকচাপায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৬, ২:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় জিয়াউর রহমান (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর ওই গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়- সকালে কল্যাণপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জিয়াউর। এ সময় সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্তনা দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান- দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।