মীর কাশেম আলীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি বৃটেন বাঙালিদের
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৬, ২:২৭ পূর্বাহ্ণ
লন্ডন অফিস :
একাত্তরের ঘাতক জামাত নেতা মীর কাশেম আলীর ফাঁসি দ্রুত কার্যকর ও দণ্ডপ্রাপ্ত সকল যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছে বৃটেন প্রবাসী বাঙালিরা।
জামায়াত নেতা ও একাত্তরের খুনি মীর কাশেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো মঙ্গলবার (৩০ আগস্ট) লন্ডন সময় দুপুরে ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে এক আনন্দ সমাবেশের আয়োজন করে।
এ সময় বক্তারা সকল মানবতা বিরুধী অপরাধীর বিচার দ্রুত সম্পন্ন ও যুদ্ধাপরাদীদের সম্পদ বাজেয়াপ্ত ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।বক্তারা একাত্তরের আলবদর নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্মসম্পাদক নইমুদ্দিন রিয়াজ, যুগ্মসম্পাদক মারুফ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট এম এ রহিম, যুক্তরাজ্য যুবলীগের সেক্রেটারী সেলিম আহমদ খান, ফয়সল হোসেন সুমন, একাত্তরের ঘাতক-দালাল নিমুল কমিটির রুবি হক, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, জামাল আহমদ খান, ইউকে জাসদের ভাইস প্রেসিডেন্ট মুজিবুল হক মনি, শাহ শামীম আহমদ প্রমুখ।