বদরুদ্দোজা চৌধুরী সিলেট আসছেন ২ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ৪:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার সিলেট আসছেন।তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন বিকল্প ধারার মহাসচিব ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মেজর (অব.) এম.এ মান্নান।
ঐদিন সকালে বদরুদ্দোজা চৌধুরী হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং বিকেল বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য ডক্টর কাজী কামাল আহমদের চতুর্থ পুত্র স্থপতি কাজী আরিফ আহমদের বিবাহোত্তর সংবর্ধনায় যোগদান করবেন।