সিলেটে শহীদ সুলেমান স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৩ ও ২৪ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ৩:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমার জাতীয় শিশু কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ সুলেমান স্মৃতি ৩৫তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর শুক্র এবং শনিবার দক্ষিণ সুরমার শাহপরাণ সরকারি কলেজে, টেকনিক্যাল স্কুল ও কলেজ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদেরকে বিস্তারিত তথ্য জানার জন্য আফজল আহমদ আফতাব, পরীক্ষা নিয়ন্ত্রক, শহীদ সুলেমান স্মৃতি বৃত্তি পরীক্ষা, মোবাইল: ০১৭১১ ৮৩৫৭০৫ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের শহীদ সুলেমান স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী কৃতকার্য ছাত্র-ছাত্রীদের বৃত্তির পুরস্কার ও সনদপত্র প্রত্যেক বিদ্যালয়ে দেয়া হয়েছে।
ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও সনদপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কাছ থেকে গ্রহণ করতে আহবান জানানো হচ্ছে।