সৌদি আরবে কোম্পানীতে চাকরির খবর
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ১২:০৬ পূর্বাহ্ণ
প্রবাস ডেস্ক:
সৌদি আরবের আল জাবর লন্ড্রী এন্ড ড্রাই ক্লিনিং কোম্পানীর সকল বিভাগে নতুন লোক নেয়া হচ্ছে। আপনাদের পরিচিত কেউ তানাজুল হতে চাইলে কোম্পানীর সুলাই অফিসে রোমান খান এর সাথে স্বশরীরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাদের আকামা ও পাসপোর্টে কোন সমস্যা নেই এবং কফিল তানাজুল দেবে, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। দেশ থেকে যারা নতুন এসেছে কিন্তু ইকামা হয়নি, তারাও যোগাযোগ করবেন। যোগাযোগের সময় সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। তানাজুল বিষয়ে ফোন বা মোবাইলে যোগাযোগ করা যাবে না। মূল বেতন ১০০০.০০ সৌদি রিয়াল। ওভারটাইম, পার্টটাইম ও বোনাসসহ সব মিলিয়ে সর্বমোট আনুমানিক ২০০০.০০ থেকে ২৫০০.০০ সৌদি রিয়াল পর্যন্ত হতে পারে। অন্যান্য সকল সুবিধা কোম্পানীর সবার মত পাবে। প্রাথমিকভাবে নিয়োগ হবে রিয়াদে। পরে তাদেরকে বিভিন্ন শহরে পাঠানো হতে পারে। উল্লেখ্য, আল-জাবর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় লন্ড্রী সার্ভিস প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে গুরুত্বপুর্ণ দায়িত্বে আছেন বাংলাদেশীরা।