আহসান উল্লাহ মাষ্টারের মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী দিপু বেলজিয়ামে
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ৩:০৩ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংসদ মরহুম আহসান উল্লাহ মাষ্ঠার হত্যাকান্ডের মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নূরুল ইসলাম দীপু এখন বেলজিয়ামে রয়েছেন । বিশ্বস্থ সুত্রে জানা যায় , আহসান উল্লাহ মাষ্টার হত্যার পরে তিনি দেশ ছাড়েন এবং নানা পথ পাড়ি দিয়ে ইটালিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে ইটালি সরকার তার আবেদন প্রত্যাখ্যান করে । পরে ইটালি থেকে তিনি বেলজিয়াম পাড়ি জমান এবং বেলজিয়ামে তিনি আশ্রয় লাভ করেছেন বলে সূত্র জানিয়েছে। নূরুল ইসলাম দীপুর ফেসবুক ( https://www.facebook.com/nuruldipuislam?fref=ts) একাউন্টে তিনি তার মামলা প্রত্যাহারের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। তার ফেসবুকে জাপার পক্ষে অন্যান্যদের মামলা প্রত্যাহারেরও দাবী সম্বলিত ক্যাম্পেইন শোভা পাচ্ছে। ইতোমধ্যে তিনি বেলজিয়াম দূতাবাসেও গিয়েছিলেন বলে জানা গেছে । এরই মধ্য স্থানীয় বিএনপির কারো কারো সাথেও যোগাযোগ রাখছেন বলে জানা যায় । অভিযোগ রয়েছে, দূতাবাসের সাথেও নানাভাবে যোগাযোগ রাখছেন, তবে দূতাবাসের কোন বক্তব্য পাওয়া যায়নি। নূরুল ইসলাম দীপুর এক ভাই বর্তমানে কারাগারে রয়েছে । অপরজন পলাতক এবং দীপু হুলিয়া নিয়ে বেলজিয়ামে। স্থানীয় প্রশাসন জানায়, নূরুল ইসলাম দীপুর অবস্থান নিয়ে কোন তথ্য তাদের জানা নেই।
উল্লেখ্য,২০০৪ সালের ৪ মে গাজিপুরের টঙ্গির নোয়াগাওয়ে আয়োজিত সভায় জাতীয় শ্রমিক লীগ সভাপতি আহসান উল্লাহ মাষ্টারকে ঘাতকরা গুলি করে হত্যা করে। এসময় তার সাথে স্থানীয় স্কুলের রতন নামের এক শিক্ষার্থী ও নিহত হয়। আহত হন প্রায় ১৭ নেতাকর্মী। ২০০৫ সালের ১৭ এপ্রিল ঢাকা কোর্টে হত্যাকান্ডের সাথে জড়িত ২২ জনকে মৃত্যুদন্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। এ মামলার প্রধান আসামী টঙ্গি বিএনপি নেতা হাসান সরকারের ভাই যুবদল নেতা নুরুল ইসলাম সরকার।