তাহিরপুরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ৪:২১ অপরাহ্ণ
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জাহাঙ্গীর মিয়া (২২) নামে এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের জিতলা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও (পূর্বহাটি) গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সংসার হাওরের জিতলা বিলে ছোট নৌকাযোগে মাছ শিকার করতে যান জাহাঙ্গীর ও তার এক সহযোগী। এ সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। অন্য সহযোগী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায়নি।