সমালোচনার ঝড় : মন্ত্রীর মুখে মাস্ক, জনতার নেই
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ১:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
চট্টগ্রামে দুর্ঘটনাকবলিত ডাই অ্যামোনিয়া ফসফেট কারখানা বুধবার পরিদর্শনে যান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শনের সময়ে মুখে মাস্ক ব্যবহার করে সচেতনতার পরিচয় দেন মন্ত্রীরা। এ সময় দুইমন্ত্রীর পাশে উৎসুক জনতা ও নেতাকর্মী থাকলেও তাদের মুখে ছিল না নিরাপত্তা মাস্ক।
শুধু তাই নয় পরিদর্শন শেষে দুইমন্ত্রী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে রুমে চলে যান। সেখানে মাস্ক খুলে পরে সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেন।
দুইমন্ত্রীর এমন ‘সচেতনতায়’ সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে ফেসবুকেও চলছে সমালোচনা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এক মুদি দোকানদার বলেন, ‘মন্ত্রী বলেই সম্ভব। তাদের মুখে মাস্ক। মন্ত্রীর দাম আছে জনগণের দাম নেই।’
এ নিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘মন্ত্রী-প্রতিমন্ত্রী মাস্ক পড়েছেন কিন্তু তাদের সঙ্গে যারা ছিল তাদের নিরাপত্তার বিষয়টি খেয়াল করেননি। এটা হতাশাজনক। মন্ত্রীদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না। এটা দায়িত্ব অবহেলার শামিল।’
তিনি বলেন, ‘মন্ত্রী-প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেটা খুশির খবর। আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু তারা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা না দিয়ে শুধু নিজেদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এটা দায়িত্ব অবহেলা বলে আমি মনে করি।’
বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস। তাদের মুখেও নেই মাস্ক। ফলে ঝুঁকিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের।
সোমবার রাতে সার কারখানার অ্যামোনিয়া ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে।
সূত্র : পরিবর্তন ডটকম