কর্মসংস্থান সৃষ্টিতে সামাজিক বনায়ন ভূমিকা রাখবে
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ১২:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ দেশকে পূর্ণাঙ্গ সবুজায়ন করে গড়ে তুলতে দীর্ঘ তিন মাসব্যাপী বৃক্ষরোপণ প্রচারণা চালাতে সকলের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতি জাতীয় বৃক্ষরোপণ প্রচারণা এবং বৃক্ষমেলা-২০১৬ এর অংশ হিসাবে আজ বঙ্গভবনে আয়োজিত বৃক্ষরোপণ প্রচারণা কর্মসূচীতে ভাষণদান কালে এ কথা বলেন। তিনি বঙ্গভবন চত্বরে একটি আমলকির চারা রোপণ করেন। তিনি বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে, বিশেষ করে পল্লী এলাকা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সকলের অংশ গ্রহণের মাধ্যমে সামাজিক বনায়ন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে । তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন এবং কলকারখানার বিস্তারসহ বিভিন্ন কারণে দেশে বন সম্পদ কমে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক বনায়ন ও সকলের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বক্তব্য রাখেন।