হিজিবিজি আঁকলে স্মৃতিশক্তি বাড়ে !
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৬, ৩:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
আপনার স্মৃতিশক্তি কি দুর্বল? স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ খেয়েও লাভ হয়নি? তা হলে আপনার জন্য সুখবর আছে। স্মৃতিশক্তি বাড়াতে এখন থেকে আর ওষুধ খেতে হবে না। মন খুলে, মাথায় যা আসে তা অনবরত হিজিবিজি আঁকলেই বেড়ে যাবে স্মৃতিশক্তি। কানাডার ওয়াটারলু ইউনিভার্সিটির গবেষকরা পরীক্ষা-নিরীক্ষার পরেই এমনটা জানিয়েছেন।
গবেষকরা বলেছেন, স্মৃতি বাড়ানোর জন্য ছবি আঁকার ক্ষেত্রে শৈল্পিক সত্তা থাকতে হবে এমন কোনো কথা নেই। যে কেউ নিজের মতো করে হিজিবিজি আঁকতে পারেন। এ বিষয়ে আরো গবেষণা চলছে বলেও জানান তিনি। ওয়াটারলু ইউনিভার্সিটির গবেষকদের দাবি, কোনো কিছু লেখার তুলনায় আঁকলে বেশি উপকার পাওয়া যায়। এতে স্মৃতির অতলে চলে যাওয়া জ্ঞান বা দৃশ্যও নতুন করে মনে এসে যেতে পারে।