সুরমা নিউজ ডেস্ক :
রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্টে এলাকার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে তল্লাশি চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, বৃহস্পতিবার গভীর রাতে বাড্ডা ডিআইটি প্রোজেক্টের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল থেকে তাদের আটক করা হয়।
তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে।
দশম জাতীয় নির্বাচন এবং যুদ্ধাপরাধের বিচার ঘিরে সারা দেশে নাশকতার বিভিন্ন ঘটনায় বহু মামলা রয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।
জঙ্গি কর্মকাণ্ডে গ্রেপ্তার ও পুলিশের তালিকায় নাম আসা অনেকে অতীতে শিবিরের সঙ্গে ছিলেন বলেও তথ্য এসেছে সাম্প্রতিক সময়ে।
চলতি মাসের শুরুতে চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য সন্দেহে পাঁচ যুবককে গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, ছাত্রশিবির এখন জঙ্গি সংগঠনের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে রয়েছে।
রাজধানীর ইসলামিক স্কুলে পুলিশের রাতভর তল্লাশি : আটক ১৮
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০১৬, ৯:২৯ পূর্বাহ্ণ