রবিবার জিয়ার মাজারে ফুল দেবে বিএনপির নতুন কমিটি
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০১৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
আগামী ২১ আগস্ট রবিবার বিকেল ৪টায় শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দেবে দলটির নতুন নির্বাহী কমিটি। ৫০২ সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়। এ নিয়ে বাংলা ট্রিবিউন প্রতিবেদন প্রকাশ করে।
সহ-দফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সব সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদক, সহ-সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের যথাসময়ে মাজার প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।