কোম্পানীগঞ্জে বাবা-মেয়েকে খুন, গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৬, ৬:০৫ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের কোম্পানীগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সোমবার বিকেলে পুলিশ চারজনকে গ্রেফতার করে। রোববার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুস সালাম ও তার মেয়ে রুনি বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুটামারা গ্রামের আব্দুস সালামের সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রবের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জের ধরে রোববার বিকালে আব্দুস সালামের সঙ্গে তাদের ঝগড়া হয়। একপযার্য়ে আব্দুস সালাম ও রুনি বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে করে হত্যা করা হয়। পরে দুটি লাশ গুম করা হয়। রোববার রাতে আব্দুস সালামের লাশ উদ্ধার করা গেলেও রুনি বেগমের লাশ পাওয়া যায়নি।
এ ঘটনায় সোমবার বিকেলে পুলিশ আব্দুর রব, মেহেরুন নাহার, সালমা বেগম ও ফাহিমাকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার সন্ধ্যায় রুনি বেগমের লাশ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম সোমবার রাতে বলেন, ‘পারিবারিক কারণে তাদের খুন করে লাশ গুম করা হয়েছিল বলে গ্রেফতাররা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।’