সুরমা নিউজ ডেস্ক:
‘পরানের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’ গানের সুবাদে সব শ্রেণীর শ্রোতার হৃদয়ে আছেন কাঙালিনী সুফিয়া। দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই লোকসংগীত শিল্পীর কণ্ঠে নতুন গান শোনা যায়নি। তবে অভাব-অনটন-অসুস্থতা কাটিয়ে গানের সঙ্গেই থাকতে চান তিনি।
সেই ইচ্ছায় কাঙালিনী সুফিয়া নতুন একটি মৌলিক গান গেয়েছেন। চমকপ্রদ ব্যাপার হলো, প্রয়াত আব্দুর রহমান বয়াতির অপ্রকাশিত লেখা গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর কথা এমন- ‘ভুলি ভুলি মনে করি/মনে ধৈর্য্য মানে না/ তোমরা যে বোঝাওগো সখী ভুলতে পারি না…।’ সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে গানটির ধারণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
গানটিতে সুর দিয়েছেন মুরাদ নূর। তিনি বলেন, ‘আব্দুর রহমান বয়াতির অপ্রকাশিত লেখা গান নিয়ে কাজ করার ইচ্ছে ছিলো। তার কিছু লেখায় অনুমতি নিয়ে সুর দিয়েছি। তার ছেলে আলম বয়াতির সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয় আমার। তিনি কাজটি করার সম্মতি দিয়েছেন।’
এ প্রসঙ্গে আব্দুর রহমান বয়াতির ছেলে আলম বয়াতি বলেছেন, ‘উপমহাদেশের জনপ্রিয় বাউলরা গানগুলো গাইবেন। এর মাধ্যমে নতুন প্রজন্মের মানুষজন আব্বাকে নতুনভাবে চিনবে, এজন্য ভালো লাগছে। সবার জন্য শুভকামনা।’
মুরাদ জানান, অ্যালবামে কাঙালিনী সুফিয়ার পাশাপাশি গাইবেন পবন দাস বাউল, মমতাজ, ফকির শাহাবুদ্দিন, কাজল দেওয়ান, আলম দেওয়ান প্রমুখ। সংগীতায়োজন করবেন মুশফিক লিটু। তবে কোন প্রতিষ্ঠান থেকে অ্যালবামটি প্রকাশ হবে তা চূড়ান্ত হয়নি।
কাঙালিনী সুফিয়ার কণ্ঠে আব্দুর রহমান বয়াতীর অপ্রকাশিত গান
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৬, ৯:১৮ পূর্বাহ্ণ