সিলেটে ছাত্রলীগ নেতার বাসায় সন্ত্রাসী হামলা
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৬, ৮:১৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
আধিপত্য বিস্তার নিয়ে সিলেট নগরীর উপশহর সৈদানীবাগে ছাত্রলীগ নেতার বাসায় একই সংগঠনের ক্যাডারদের হামলার অভিযোগ পাওয়া গেছে।রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন উপশহর সৈদানীবাগ উম্মেষ ২০ নম্বর বাসার মালিক ও ছাত্রলীগ নেতা সৈয়দ সাব্বীর।
সাব্বীর জানান- রবিবার সন্ধ্যার পর উপশহর তেররতন এলাকায় ছাত্রলীগের জাকারিয়া মাহমুদ ও কাওসার গ্রুপের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার পর জাকারিয়া মাহমুদের পক্ষের ছাত্রলীগ নেতা আলী হোসেন, মালেক, শাকিল, মিন্নত ও টিপুর নেতৃত্বে ২০-২৫ জন যুবক তার বাসায় গিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তার বাসা ও মোটর সাইকেল ভাঙচুর করেন এবং তার মালিকানাধীন পার্শ্ববর্তী একটি রিকশার গ্যারেজে হামলা চালানো হয়।
কয়েকটি রিকশায় হামলাকারীরা আগুন দেয় বলেও অভিযোগ করেন ছাত্রলীগ নেতা সাব্বীর। এদিকে উপশহরে চঞ্চল নামে আরেক যুবলীগ নেতার রিকশার গ্যারেজে হামলার অভিযোগ পাওয়া গেছে।
আধিপত্য বিস্তার নিয়ে সিলেট নগরীর উপশহর সৈদানীবাগে ছাত্রলীগ নেতার বাসায় একই সংগঠনের ক্যাডারদের হামলার অভিযোগ পাওয়া গেছে।রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন উপশহর সৈদানীবাগ উম্মেষ ২০ নম্বর বাসার মালিক ও ছাত্রলীগ নেতা সৈয়দ সাব্বীর।
সাব্বীর জানান- রবিবার সন্ধ্যার পর উপশহর তেররতন এলাকায় ছাত্রলীগের জাকারিয়া মাহমুদ ও কাওসার গ্রুপের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার পর জাকারিয়া মাহমুদের পক্ষের ছাত্রলীগ নেতা আলী হোসেন, মালেক, শাকিল, মিন্নত ও টিপুর নেতৃত্বে ২০-২৫ জন যুবক তার বাসায় গিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তার বাসা ও মোটর সাইকেল ভাঙচুর করেন এবং তার মালিকানাধীন পার্শ্ববর্তী একটি রিকশার গ্যারেজে হামলা চালানো হয়।
কয়েকটি রিকশায় হামলাকারীরা আগুন দেয় বলেও অভিযোগ করেন ছাত্রলীগ নেতা সাব্বীর। এদিকে উপশহরে চঞ্চল নামে আরেক যুবলীগ নেতার রিকশার গ্যারেজে হামলার অভিযোগ পাওয়া গেছে।