শেখ মুজিব
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ৬:৫৫ অপরাহ্ণ
লিটন দেব জয়
বেয়নেট আর বুলেটকে তর্জনী দেখিয়ে
একটি স্বাধীন মানচিত্র একেঁছিলে হৃদয়ে;
সমুদ্রহৃদয়ে বুনেছিলে মুক্তিরসনদ!
হাজার বছরের উপেক্ষিতনির্যাতীতবঞ্চিতরা
আড়মোড়া দিয়ে হেঁটেছিলো কন্টকপথে,
মুক্তির স্বপ্নে বিভোর হয়েছিলো এই বদ্বীপ।
হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর কথা বলছি,
আমাদের প্রাণপ্রিয় নেতার কথা বলছি!
৭ই মার্চের শব্দবান টর্নেডো বেগে সেদিন
ভেঙ্গে দিয়েছিলো পরাধীনতার সবকটি শৃংখল!
আমরা জেগে উঠেছিলাম মুক্তির গানে;
গোলাবারুদ রাইফেল কামানএলএমজি
বড়ো বেশি তুচ্ছ মনে হয়েছিলো সেদিন
তোমার সাহসী অনন্য নির্দেশনায়
ছিনিয়ে এনেছিলাম স্বাধীনতার লালসূর্য্য।
হ্যাঁ, আমি শেখ মুজিবের কথা বলছি,
আমাদের সর্বশ্রেষ্ঠ নেতার কথা বলছি!
মুক্তির আনন্দে তুমি ঘুচিয়েছিলে ব্যবধান;
হৃদয়েরদাবীতে পিতৃশাসনে অবাধ্য প্রিয়বাঙালীকে
দেখিয়েছিলে অন্ধকারে পথ!
মমতা আর বিশ্বাসে ভুলেছিলে-
মানুষের ভিড়ে কিছু জল্লাদ থাকে চিরকাল,
পচেঁ যাওয়া দুধেও জন্মে নোংরা কীট!
ভ্রমে যারা তোমাকে প্রতিদ্বন্ধী ভাবতে পারে;
তোমার দেয়া রাইফেলে ক্ষত-বিক্ষত
করতে পারে তোমরই পবিত্র শরীর!
হ্যাঁ, আমি জাতির জনকের কথা বলছি,
আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীর কথা বলছি!
মূর্খরা জানেনা, আকাশকে স্পর্শ করা যায় না
সূর্য্যকে লুকানো যায় না তুচ্ছ মেঘে!
আর তাইতো বাঙ্গালীর অনন্ত চেতনার অক্ষয় মুজিবকে
কয়েকটি বুলেটেই মুছে ফেলা যায় না;
ওরা জানে না বাংলাদেশের আরেক নাম শেখ মুজিব
বাংলার আকাশ-বাতাস-পতাকার নাম শেখ মুজিব।