‘মিস এশিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশের অপ্সরা
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ৭:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
‘মিস এশিয়া ২০১৬’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে মডেল-অভিনেত্রী অপ্সরা আলী। আগামী ১৮ আগস্ট ভারতের কেরালার কোচিতে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এ আয়োজনে যোগ দিতে দুই- একদিনের মধ্যে ভারতে যাবেন তিনি।
রাজশাহীর মেয়ে অপ্সরা গত বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মিস কসমোপলিটান ২০১৫ প্রতিযোগিতায় ছিলেন সেরা দশ সুন্দরীর মধ্যে। এবার তিনি নির্বাচিত হয়েছেন মিস বাংলাদেশ ২০১৬। এর ধারাবাহিকতায় বাংলাদেশের এই সুন্দরী অংশগ্রহণ করতে যাচ্ছেন মিস এশিয়া প্রতিযোগিতায়।
এ প্রসঙ্গে অপ্সরা বলেছেন, ‘এটি আমার জীবনের স্মরণীয় একটি অধ্যায়। এমন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি বলে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন বাংলাদেশকে সাফল্যের সঙ্গে তুলে ধরতে পারি।’
বিজয়ী হতে সহযোগিতা করার জন্য সবাইকে মিস এশিয়া পেজে লাইক দেওয়ার আহ্বান জানান অপ্সরা। পেজটিতে তার ছবি, ভিডিওসহ সবকিছুতে লাইক দিতে হবে। প্রতিযোগিতায় অপ্সার স্পন্সর হিসেবে রয়েছে বিজ্ঞাপন এজেন্সি ও ইমপ্রেস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আই পজেটিভ কমিউনিকেশন্স লিমিটেড। তার ন্যাশনাল কস্টিউম ক্যাটাগরিতে পৃষ্ঠপোষক হিসেবে আছে আনোখি।
২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার সেরা পাঁচে উঠে পরিচিতি পান অপ্সরা। এ আয়োজনে মিস বিউটি স্মাইল খেতাব জেতেন তিনি। এরই মধ্যে মডেল হয়েছেন এয়ারটেল, বাংলালিংক ও সিটিসেলসহ বেশকিছু বিজ্ঞাপনচিত্রে। অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘ভূতের বাড়ি’, ‘এই শহরে’ ও ‘কেয়া’য়। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পরবাসিনী’। স্বপন আহমেদ পরিচালনায় এতে তাকে দেখা যাবে ইমনের বিপরীতে।