বিয়ানীবাজারে ভারতীয় মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ৪:৫৫ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ এক অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ১শ’ ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এ সময় পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈরাগীবাজারে অভিযান চালিয়ে আব্দুল্লাহপুর এলাকা থেকে ১১৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ উদ্ধার করা হয়। এ সময় উপজেলার দুবাগ ইউনিয়নের সিলেটি পাড়া এলাকার আকল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী ফখরুল ইসলাম (২৭) ও একই ইউনিয়নের মেওয়া এলাকার তজম্মুল আলীর পুত্র শাহিন আহমদ (২২) কে আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা (৫) ১১/০৮/১৬) দায়ের করা হয়েছে।
মাদক দ্রব্য উদ্ধার অভিযানে সহকারি পুলিশ সুপার (সার্কেল) জ্যোর্তিময় সরকার, ওসি চন্দন কুমার চক্রবর্তী, ওসি (তদন্ত) বদরুজ্জামান এবং এসএই জসিম উদ্দিন অংশ নেন। প্রায় আধঘন্টা সাড়াশি অভিযান চালিয়ে মদ উদ্ধার ও জড়িত দুই যুবককে আটক করা হয় বলে জানান বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান।