সিসিকের কর্মচারী সংসদ নির্বাচন ১ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৭:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ দ্বিবার্ষিক নির্বাচন ২০১৬-১৮ এর নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলবাব আহমদ চৌধুরী।
এ উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন অস্থায়ী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মচারী সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার হারান কান্তি সেন ও সহকারী নির্বাচন কমিশনার মো. তারা মিয়া।
নির্বাচন তফশিলে উল্লেখ করা হয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামীকাল বুধবার। মনোনয়ন ফরম বিক্রয় ও গ্রহন করা হবে ১০ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত।
এ দু’দিন অফিস চলাকালীন নির্বাচন কমিশনার হারান কান্তি সেন এর অফিস ডেস্কে (অ্যাসেসমেন্ট শাখা, সিলেট সিটি কর্পোরেশন অস্থায়ী ভবন এর ৪র্থ তলা) থেকে পরিচালিত হবে।
সভায় জানানো হয়, মনোনয়ন ফরম বাছাই করা হবে ১৪ আগস্ট রোববার দুপর ১২টায়। ১৪ আগস্ট বিকাল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ।