ভাবারাম ভাবছে কি?
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৬:৩৪ পূর্বাহ্ণ
জীবন নামে করছো যাপন;
আসলে তা জীবন কি?
নষ্ট মাথায় নষ্ট মগজ,
নষ্ট মরন আসছে কি?
আধপেটেতে একমুটো ভাত,
এটাই বাঁচার কারণ কি?
তুমি মহৎ আমি অসৎ
ভাবারাম ভাবছে কি?
বেশে ভুশায় রাজপুত্র
অন্তরে খোঁজ নিচ্ছো কি?
দামি ঘড়ী-রোদচশমা
কারো পেটে লাথি কি?
কাঙ্গাল তোমায় বলছি আমি
নিজের খোঁজ নিচ্ছি কি?
ঘামে ভেজা বিশাল দালান
ইটের কান্না শুনছো কি?
খোয়া চাঁদে কৃপন আলো;
জোছনা তারে বলে কি?
অনাবৃষ্টি চলছে মনে
মহাপ্লাবন আসবে কি?