গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৯:১০ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযান (ব্লক র্যাইড) পরিচালনা করে জামায়াত-শিবিরের কর্মীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতভর এ অভিযানে সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসনাত, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা, সহকারী পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল জোতির্ময় সরকার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ‘ব্লক র্যাইড’ বিশেষ অভিযান পরিচালনাকালে জিহাদী বই, ৮ জন জামায়াত-শিবির কর্মী’সহ বিভিন্ন মামলার ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ৭ জনকে এজাহার নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা রুজু হয়, যাহার মামলা নং-০৩ তাং-০৭/০৮/২০১৬ইং ধারা-সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)(ই)(ঈ)/১২। অভিযানকালে ২ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় তৈরী পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী সুরমানিউজ টুয়েন্টিফোরকে জানিয়েছেন, পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।